Templates by BIGtheme NET
৩০ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ , ১৪ আগস্ট, ২০২০ খ্রিস্টাব্দ , ২৩ জিলহজ, ১৪৪১ হিজরি
Home » খেলাধূলা » সালাহ নৈপুণ্যে জয়ের ধারা অব্যাহত লিভারপুলের

সালাহ নৈপুণ্যে জয়ের ধারা অব্যাহত লিভারপুলের

প্রকাশের সময়: ডিসেম্বর ১৫, ২০১৯, ৯:৩১ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক : মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর জোড়া গোলে ওয়াটফোর্ডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল।

১৪ ডিসেম্বর নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ওয়াটফোর্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় লিভারপুল। লিগে এ নিয়ে ক্লাব রেকর্ড টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইল অলরেডরা।

ঘরের মাঠে ম্যাচের ৩৮ মিনিটে লিড নেয় অলরেডরা। এ সময় পাল্টা আক্রমণে সাদিও মানে বল পেয়ে যান। তিনি বাড়িয়ে দেন মোহাম্মদ সালাহকে। সালাহর বাঁকানো শট জালে আশ্রয় নেয়। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর সাদিও মানে ব্যবধান দ্বিগুণও করেছিলেন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় দেখা যায় জাদরান শাকিরির কাছ থেকে বল পাওয়ার সময় মানে অফসাইড ছিলেন।

ম্যাচের শেষ মুহূর্তে ব্যাক-হিলে দারুণ একটি গোল করেন সালাহ। তাতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের দল। এটা ছিল ওয়াটফোর্ডের বিপক্ষে সালাহর অষ্টম লিগ গোল। যা তিনি পাঁচ ম্যাচ মাঠে নেমে করেছেন।

গতকালের ম্যাচটি জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির চেয়ে ১০ পয়েন্টের লিড নিয়েছে লিভারপুল।

১৭ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৪৯ পয়েন্ট। সমান ম্যাচ থেকে লেস্টার সিটির সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে ওয়াটফোর্ড রয়েছে ২০তম অবস্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

four + fifteen =