Templates by BIGtheme NET
২৫ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ , ৯ আগস্ট, ২০২০ ইং , ১৮ জিলহজ্জ, ১৪৪১ হিজরী
Home » আন্তর্জাতিক » ‘হাউজ অব ওয়ান’ এক ছাদের নিচে সব ধর্মের আরাধনা

‘হাউজ অব ওয়ান’ এক ছাদের নিচে সব ধর্মের আরাধনা

প্রকাশের সময়: ডিসেম্বর ৫, ২০১৯, ৩:৩৪ অপরাহ্ণ

একই ছাদের নিচে মুসলিম, খ্রিষ্টান ও ইহুদি ধর্মের মানুষ প্রার্থনা করবে

এমন সমন্বিত উপসানালয় দুনিয়ার আর কোথাও নেই।

ভবনটির আনুষ্ঠানিক নাম, গির্জা, সিনাগগ ও মসজিদ।

প্রার্থনালয়টির নাম ‘হাউস অব ওয়ান’।

ধর্মীয় সম্প্রীতির উৎকৃষ্ট নজির ‘ হাউজ অব ওয়ান ‘

এমন অভাবনীয় দৃশ্যের বাস্তব রূপ দিতে চান জার্মানির রাজধানী বার্লিনের তিন ধর্মের তিন বাসিন্দা।

তাদের একজন ইমাম, একজন যাজক ও একজন রাব্বি।

বার্লিনের সেন্ট পিটার্স স্কয়ারে ভবনটি নির্মিত হবে

বিশাল কমপ্লেক্সে পাশাপাশি থাকবে তিনটি ভবন।

মাঝখানেরটি মুসলিমদের ইবাদতগৃহ মসজিদ।

বামেরটি খ্রিস্টানদের উপাসনালয় গির্জা।

ডানেরটি ইহুদিদের উপাসনালয় সিনাগগ।

নিজ নিজ প্রার্থনা সেরে তিন ধর্মের লোকেরা অভিন্ন ফটক দিয়ে বের হবেন।

এটি নির্মাণের উদ্যোক্তা হলেন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতা ও মসজিদের ইমাম কাদির স্যানচি।

খ্রিস্টান সম্প্রদায় প্রোটেস্ট্যান্টদের ধর্মীয় নেতা প্যাস্টর গ্রেজর হগবার্গ

ইহুদিদের ধর্মীয় নেতা রাব্বি টোভিয়া বেন কোরিন।

তিন ধর্মের লোকজন যার যার উপাসনা শেষে গলাগলি করে বাড়ি ফিরবেন।

আলাদা আলাদা ধর্মের প্রার্থনার নিয়ম কানুনের কথা বিবেচনায় ভেতরের আসবাব ও অন্যান্য অবকাঠামোর ডিজাইন করা হয়েছে।

নকশায় মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের ঐক্যের প্রতীক হিসেবে এক পাশে বর্গাকৃতির একটি সুউচ্চ টাওয়ার রাখা হয়েছে।

হাউজ অব ওয়ানের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ কোটি ডলার।

অর্থ সংগ্রহ করা হবে ক্রাউড ফান্ডিং বা গণচাঁদার মাধ্যমে

চাইলে যে কেউ অংশ নিতে পারে অনন্য এই উদ্যোগে

নির্মাণ ব্যয়ের প্রয়োজনীয় অর্থ হাউস-অব-ওয়ান ডট ওআরজি ওয়েবসাইটের মাধ্যমে সাহায্যে সংগ্রহ করা হচ্ছে ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

nine − three =