সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি নানান কৌশলে ধর্মীয় অবননাকর পোস্ট দিয়ে উম্মাদনা ছড়িয়ে থাকেন
কৌশল হিসেবে প্রথমে নিজ ধর্ম বা অন্য ধর্মের ব্যক্তি অথবা ছদ্ম নামে ফেক আইডি খোলেন
ওই ফেক আইডি থেকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়ে ফেসবুকে ছড়ানো হয়
পরে নিজের আসল আইডি থেকে ফেক আইডির ধর্মীয় অবমাননাকর পোস্টটি শেয়ার করেন
নিজের আইডি দিয়ে শেয়ারের পাশাপাশি সবাইকে বেশি বেশি শেয়ার করতে বলেন
পরিকল্পনাকারী প্রশাসেনের নজরে আনার কৌশল হিসেবে অপরাধীকে ধরিয়ে দেওয়ার কথা বলেন
পরিকল্পনাকারীর ছলচাতুরিতে আবেগী হয়ে অন্যরাও ধর্মীয় অবমাননাকর পোস্টটি শেয়ার করে সমাজে বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টি করেন
কাজেই ধর্মীয় অবমাননাকর পোস্টটি শেয়ার করবেন না
ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেখলে লাইক, কমেন্টস বা শেয়ার না করে রিপোর্ট বা ব্লক করে দিন। তাতে আইডিটি ডিজেবল হয়ে যাবে
ধর্মীয় অবমাননাকর পোস্টের আইডির বিরুদ্ধে রিপোর্ট করলে এ ধরনের পোস্ট দিয়ে ফায়দা নিতে পারবে না কুচক্রীরা
স্পর্শ কাতর ধর্মীয় বিষয়ে আমরা না বুঝে নিজের ধর্মের অবমাননা নিজেরাই করছি।
কাজেই এমন কর্ম থেকে বিরত থাকুন