১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে রয়েছেন ২১ দেশের ৪৩৯ ক্রিকেটার।
১৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে নিলামে তাদের বিকিকিনি হওয়ার কথা রয়েছে।
বিপিএল নিলামে সবচেয়ে বেশি ৯৫ জন খেলোয়াড় রয়েছেন ইংল্যান্ডের।
পাকিস্তান থেকে ৮৯ জন
ওয়েস্ট ইন্ডিজ থেকে ৬৬ জন
শ্রীলঙ্কা থেকে ৪৪ জন
আফগানিস্তান থেকে ৩৯ জন
দক্ষিণ আফ্রিকা থেকে ৩৫ জন
কানাডা থেকে ১৪ জন
জিম্বাবুয়ে থেকে ৯ জন
আয়ারল্যান্ড থেকে ৭ জন
আরব আমিরাত থেকে ৫ জন
নেদারল্যান্ডস থেকে ৫ জন
ওমান থেকে ৪ জন
নেপাল থেকে ২ জন
হংকং, অস্ট্রেলিয়া ও ভারত থেকে ৩ জন
১ জন খেলোয়াড় থাকছেন জার্মানি, নামিবিয়া ও নিউজিল্যান্ড থেকে।
বিদেশি খেলোয়াড়দের ভাগ করা হয়েছে ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রেডে।
‘এ+’ গ্রেডে ১১ জন
‘এ’ গ্রেডে ১৫ জন
‘বি’ গ্রেডে ৬৬ জন
‘সি’ গ্রেডে ৭৫ ও সবচেয়ে বেশি ‘ডি’ গ্রেডে রাখা হয়েছে ২৭২ জন খেলোয়াড়কে।
‘এ+’ গ্রেডে থাকা ১১ জন বিদেশি খেলোয়াড় হলেন-
ড্যান ভিয়াস (দক্ষিণ আফ্রিকা)
শহীদ আফ্রিদি (পাকিস্তান)
রিলে রুশো (দক্ষিণ আফ্রিকা)
শোয়েব মালিক (পাকিস্তান)
মোহাম্মদ নবী (আফগানিস্তান)
হাসান আলি (পাকিস্তান)
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
মুজিব উর রহমান (আফগানিস্তান)
ড্যারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)
শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ
উল্লেখ্য, বিপিএলের এবারের আনুষ্ঠানিক প্লেয়ার্স ড্রাফটের তালিকায় রয়েছে তিন ভারতীয় ক্রিকেটার। তারা হলেন- মানভিন্দর বিসলা, কুমার বোরেসা ও মানপ্রিত গণির নাম।