Templates by BIGtheme NET
১৫ জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ , ২৯ মে, ২০২০ ইং , ৪ শাওয়াল, ১৪৪১ হিজরী
Home » ব্রেকিং নিউজ » ঢাকাতেও ভারী বর্ষণের আভাস আবহাওয়া অধিদপ্তরের

ঢাকাতেও ভারী বর্ষণের আভাস আবহাওয়া অধিদপ্তরের

প্রকাশের সময়: নভেম্বর ৯, ২০১৯, ৫:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে আগামী ৩০ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (০৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে পরবর্তী ৩০ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি অতিক্রমকালে এই ভারী বর্ষণ হতে পারে।

তবে এরইমধ্যে দুপুর থেকে ঢাকায় বৃষ্টির মাত্রা বেড়েছে। সঙ্গে বইছে দমকা হাওয়া।

ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত জারি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুল উপকূল অতিক্রমকালে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলা এবং তাদের অদূরবর্তী চর ও দ্বীপগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ১০০-১২০ কিলোমিটার বেগে দমকা হাওয়া/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

1 × 5 =