Templates by BIGtheme NET
৩১ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ , ১৫ জুলাই, ২০২০ ইং , ২২ জিলক্বদ, ১৪৪১ হিজরী
Home » বিনোদন » এবার বাগদান ভেঙে গেল নায়িকা জলির

এবার বাগদান ভেঙে গেল নায়িকা জলির

প্রকাশের সময়: অক্টোবর ১৩, ২০১৯, ১:০৯ অপরাহ্ণ

চিত্রনায়িকা ফাল্গুনি রহমান জলির বিয়ে বাগদানেই ভেঙে গেছে। ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর গত ১৬ মে সন্ধ্যায় গুলশানের নিকেতনে জলির বাসায় তাদের বাগদান হয়।

বাগদানের পাঁচ মাস না যেতেই এলো তাদের বাগদান ভেঙে যাওয়ার খবর। জলি বলেন, ‘আমি খণ সিঙ্গেল। আরাফাতের সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। বাগদানের মাসখানেক পর থেকে এই অবস্থা।’

বাগদান ভেঙে যাওয়ার কারণ বলতে চাননি জলি। আরাফাত রহমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে স্নাতকে পড়ছেন তিনি। পাশাপাশি বাবার ব্যবসা দেখাশোনা করেন বলে জানিয়েছিলেন জলি।

২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অঙ্গার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন জলি। এরপর ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমা মুক্তি পায়। এছাড়া ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

four × 1 =