Templates by BIGtheme NET
১৯ জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ , ২ জুন, ২০২০ ইং , ৯ শাওয়াল, ১৪৪১ হিজরী
Home » আন্তর্জাতিক » যে গ্রামে শত শত যমজের বসবাস !

যে গ্রামে শত শত যমজের বসবাস !

প্রকাশের সময়: অক্টোবর ১২, ২০১৯, ১:০৭ অপরাহ্ণ

কখনও কখনও কিছু খবর বিস্ময়কর মনে হয়। চমকপ্রদ এমনই একটি ব্যাপার হলো, ভারতে কেরালার মালাপ্পুরাম জেলার প্রত্যন্ত কোডিনহি গ্রামে শত শত যমজের বসবাস! এজন্য জায়গাটির প্রতি অনেকের কৌতূহল।

২০০৮ সালে গ্রামটির ৩০০ অন্তঃসত্ত্বা নারীর মধ্যে প্রায় ১৫ জন যমজ সন্তানের মা হন।

জনসংখ্যা শুমারি অনুযায়ী, কোডিনহি গ্রামে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ৬০ যমজ শিশু জন্মগ্রহণ করেছে। যমজ জন্মের এই হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

ভারত সরকারের হিসাবে, কোডিনহি গ্রামের দুই হাজার পরিবারে আছে ২২০ যমজ শিশু-কিশোর। খালি চোখে অস্বাভাবিক ঘটনাই বলা চলে।

তবে এর জট খুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারতীয় চিকিৎসকরা।

বিশেষজ্ঞদের মতে, গোটা বিশ্বে গড়ে যত যমজ জন্মে কোডিনহি গ্রামে এর চেয়ে প্রায় ছয় গুণেরও বেশি যমজ আলোর মুখ দেখে।

কেরালার চিকিৎসক ড. কৃষ্ণান শ্রীবিজু গ্রামটিতে এতসংখ্যক যমজ সন্তান জন্মানোর রহস্য নিয়ে গবেষণা করেছেন। তার মতে, ৬০-৭০ বছর আগে থেকে এমনটি হয়ে আসছে।

ড. শ্রীবিজু মনে করেন, এর সম্ভাব্য কারণ হতে পারে এখানকার মানুষের খাদ্যাভাস ও পানি। তিনি যোগ করেন, বংশীয় কারণে অথবা গ্রামের বাসিন্দাদের ওপর অজানা দূষিত উৎসের প্রভাব থেকে স্থানীয় প্রকৃতি এমন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

16 − 8 =