Templates by BIGtheme NET
২৯ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ , ১৩ আগস্ট, ২০২০ খ্রিস্টাব্দ , ২২ জিলহজ, ১৪৪১ হিজরি
Home » ধর্ম ও জীবন » প্রকাশ্যে বিখ্যাত ইউটিউবারের ইসলাম গ্রহণ!

প্রকাশ্যে বিখ্যাত ইউটিউবারের ইসলাম গ্রহণ!

প্রকাশের সময়: অক্টোবর ৪, ২০১৯, ১২:০৫ অপরাহ্ণ

ডেস্ক | দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার জে কিম। সম্প্রতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমনকি ধর্মান্তরিত হওয়ার পর তিনি নিজের নাম পরিবর্তনও করেছেন। নবী হযরত দাউদ (আ.) এর সঙ্গে মিলিয়ে নিজের নাম রাখেন দাউদ কিম।

এদিকে, জে কিমের ইসলাম গ্রহণের সেই সুন্দর মুহূর্তটির একটি ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন তিনি নিজেই। সেটি ইতিমধ্যে তুমুল ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এমনকি জে কিমের ইসলাম গ্রহণের পর বদলে গেছে ইউটিউব চ্যানেলের কাভার পিকচারও। কালো গম্বুজে তার নামের ওপরে লিখে দিয়েছেন ‘আলহামদুলিল্লাহ!’

ইউটিউবে আপলোড করা জে কিমের ইসলাম গ্রহণের ছয় মিনিটের ভিডিওতে দেখা যায়, ঈমানের প্রাথমিক বিষয়গুলো তাকে শেখাচ্ছেন একজন ধর্মীয় বিজ্ঞ ব্যাক্তি (আলেম)। সেটি মগ্ন হয়ে অবনত মস্তকে শুনছেন জে কিম।

ইউটিউবার জে কিম আগে থেকেই ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলে বিভিন্ন বিষয়ে ব্লগ করতেন। ওইসব ব্লগে ধর্মের প্রতি তার অনুরাগ প্রকাশ পেয়েছে। তার ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার প্রায় ছয় লাখ।

ইসলাম গ্রহণের পর জে কিম লিখেন, যখন থেকে আমি ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হলাম, আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমি এখনো পূর্ণ প্রস্তুত নই, তবুও একটু একটু করে ভালো মুসলিম হয়ে উঠবো। যদিও আমি আগে অনেক পাপ করেছি, এখন তওবা করে শুদ্ধ হতে চাই। আমি জন্মগত মুসলিম নই। কিন্তু আমার বিশ্বাস—আল্লাহ সব সময় আমার সঙ্গেই ছিলেন। সঠিক পথ দেখানোর জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

six + twenty =