Templates by BIGtheme NET
২ কার্তিক, ১৪২৬ বঙ্গাব্দ , ১৭ অক্টোবর, ২০১৯ ইং , ১৬ সফর, ১৪৪১ হিজরী
Home » বিনোদন » নতুন নাচের ভিডিওতে ঝড় তুলেছেন দিলবার কন্যা(ভিডিও)

নতুন নাচের ভিডিওতে ঝড় তুলেছেন দিলবার কন্যা(ভিডিও)

প্রকাশের সময়: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১১:৫০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক :

কখনও মিউজিক ভিডিও, কখনও আইটেম সং আবার কখনও রিমেক গান দিয়ে ঝড় তোলেন নোরা ফাতেহি। তার ‘বেলি ড্যান্স’ এ মাত ভক্তদের মন।

সাকি সাকি, দিলবার, কামারিয়ার মতো গানে তার নাচে অভিভূত দর্শক। ফের একবার নিজের নাচের কায়দাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নোরা।

বৃহস্পতিবার নোরা ফতেহি তার নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি নাচের ভিডিও পোস্ট করেছেন। যেখানে ইন্টারন্যাশনাল ডান্স নাম্বর ‘পেপেতা’ গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে নোরাকে। তার সঙ্গে দেখা গেল খ্যাতনামা কোরিওগ্রাফার মেলভিন লুইসকে।
নাচের ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে নোরা জানিয়েছেন, মেলভিন লুইস এই আফ্রো-ল্যাতিনো ডান্স নাম্বারটি নতুন করে নিজের সৃজন শৈলী দিয়ে তৈরি করেছেন। ভিডিওটি পোস্ট করতেই এটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে নোরা ও ভিকি কৌশলের আরও একটি মিউজিক ভিডিও ‘পচতাওগে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

8 + 17 =