Templates by BIGtheme NET
৬ ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ , ২১ আগস্ট, ২০১৯ ইং , ১৯ জিলহজ্জ, ১৪৪০ হিজরী
Home » বিনোদন » ‘মুন্না ভাই থ্রি’, যা বললেন সঞ্জয় দত্ত

‘মুন্না ভাই থ্রি’, যা বললেন সঞ্জয় দত্ত

প্রকাশের সময়: জুলাই ১৯, ২০১৯, ১১:২১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক :

মুন্না ভাই এমবিবিএস-বলিউড সিনেমার একটি মাইলফলক বলা যায়। এর সিক্যুয়াল লগে রহো মুন্না ভাই’ও ব্যবসাসফল ও প্রশংসিত ছবি। বলতে গেলে চরিত্রটি সঞ্জয় দত্তেরই সমার্থক নাম। ভক্তদের এখন আগ্রহ, কবে মুক্তি পাচ্ছে এই সিরিজের তৃতীয় ছবি?

জি নিউজ জানায়, সঞ্জয় দত্ত নিজেও চাচ্ছেন মুন্না ভাইয়ের তৃতীয় ছবিটি দ্রুত আসুক। এর আগের দুই ছবি মুক্তি পেয়েছিল যথাক্রমে ২০০৩ ও ২০০৬ সালে। সেই হিসেবে তৃতীয় ছবির জন্য অপেক্ষার তর সইছে না ভক্তদের, এমনটাই বলা যায়।

সম্প্রতি সঞ্জয় দত্তের নিজস্ব প্রযোজনা সংস্থার মারাঠি ছবি ‘বাবা’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন এই অভিনেতা। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয়, কবে আসছে মুন্না ভাইয়ের তৃতীয় ছবি।

উত্তরে মুন্না ভাই বলেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ছবিটি যেন খুব তাড়াতাড়ি শুরু হয়। তবে এটার কাজ ঠিক কবে শুরু হবে সে বিষয়ে পরিচালক রাজকুমার হিরানিকে প্রশ্ন করলেই ভালো হয়।”

তিনি আরও বলেন, “এই ছবিটির জন্য আপনার যেভাবে অপেক্ষা করছেন তেমনই আমিও অপেক্ষা করছি।”

তবে মিটুতে রাজকুমার হিরানির নাম জড়িয়ে পড়ায় এই ছবির কাজ আরও পিছিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

‘সঞ্জু’ ছবিতে হিরানির সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করা এক নারী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। যদিও হিরানি এই অভিযোগ অস্বীকার করেছেন। বলিউডের অনেকেই তার পক্ষে বক্তব্য দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

six + six =