স্পোর্টস ডেস্ক :
যেই ক্রিকেট নিয়ে উপমহাদেশে এত মাতামাতি সেটাকে খেলা বলেই স্বীকৃতি দিতে নারাজ বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ রাশিয়া। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে খেলা হিসেবে স্বীকৃতি দিতে অসম্মতি জানিয়েছে দেশটির সরকার। এই খেলার জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিক ইংল্যান্ড। এই ফাইনালের উন্মাদনার রেশ এখনো কাটেনি ক্রিকেটামোদীদের। এরমধ্যেই ক্রিকেট খেলাটিকে পশ্চাদেশ দেখালো রাশিয়া।
ক্রিকেট নিয়ে মোটেও কোনো আগ্রহ নেই বিশ্বের সবচেয়ে বড় দেশটির। সম্প্রতি রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে ক্রিকেটকে ক্রীড়া ইভেন্ট বা খেলা হিসেবে স্বীকৃতি দানে অসম্মতি জানায়। ক্রিকেটের মত স্বীকৃতি পায়নি বক্সিং গড়ানার মুয়ায় থাই খেলাটিও। তবে ফুট গলফ, স্পোর্টস ইয়োগা, আইস স্টক স্পোর্টস, মডেল প্ল্যান ফ্লাইংয়ের মত অপেক্ষাকৃত অনেক কম জনপ্রিয় খেলা দেশটিতে ক্রীড়া ইভেন্টের স্বীকৃতি পেয়েছে। ক্রীড়া ইভেন্ট হিসেবে স্বীকৃতি না মেলায় রাশিয়ার সরকার ক্রিকেটের জন্য কোনো অর্থ খরচ করবে না।
অবশ্য, রাশিয়ায় ক্রিকেট খেলার প্রচলন ঘটে ১৮৭০ সালে। ২০১৭ সালে দেশটিকে সহযোগী সদস্যের মর্যাদা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।