Templates by BIGtheme NET
১২ আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ , ২৬ জুন, ২০১৯ ইং , ২২ শাওয়াল, ১৪৪০ হিজরী
Home » বিনোদন » দীর্ঘ বিরতিতে ফের পর্দায় হাজির হচ্ছে কারিশমা

দীর্ঘ বিরতিতে ফের পর্দায় হাজির হচ্ছে কারিশমা

প্রকাশের সময়: মে ২৪, ২০১৯, ১১:৩৫ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক :

দীর্ঘ সাত বছর পর অল্ট বালাজির ‘মেন্টালহুড’ নামের ওয়েব সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।

বিরতির পর নতুন সিনেমায় নাম লিখিয়ে বেশ উচ্ছ্বসিত কারিশমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আবেগপ্রবণ হয়ে সেই আনন্দই ভাগ করেছেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। সেখানে তিনি লেখেন, পরিবার আর সন্তানের কথা ভেবে বিরতিতে ছিলাম। এখন আমার সন্তানেরা কিছুটা বড় হয়েছে। তাই কাজ করতে কোনো সমস্যা হবে না। এই ভাবনা থেকে ফের শুরু করছি।

‘মেন্টালহুড’- এ মীরা নামে এক মায়ের চরিত্রে অভিনয় করবেন কারিশমা। এতে সন্তানদের প্রতি মায়ের দায়িত্ব এবং তাদের বেড়ে উঠার ক্ষেত্রে মায়ের ভূমিকার বিষয়টি তুলে ধরা হবে। এককথায় কারিশমার ব্যক্তিগত অভিজ্ঞতা পুরোপুরি কাজ লাগাতে পারছেন এই সিনেমাটিতে। এটি প্রযোজনা করছে একতা কাপুর।

তবে সাত বছর সময়ের মধ্যে কোনো সিনেমায় কাজ না করলেও বিভিন্ন বিজ্ঞাপন, ফ্যাশন ইভেন্টে দেখা গেছে এই অভিনেত্রীকে। এছাড়া শাহরুখের ‘জিরো’ সিনেমাতে তাকে এক ঝলক দেখা গেছে অতিথি চরিত্রে।

এর আগে ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ নামের থ্রিলার সিনেমায় সবশেষ দেখা গিয়েছিলো কারিশমাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

19 + 6 =