Templates by BIGtheme NET
৬ ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ , ২১ আগস্ট, ২০১৯ ইং , ১৯ জিলহজ্জ, ১৪৪০ হিজরী
Home » জাতীয় » এক বাংলাদেশির লাশ উদ্ধার, নিখোঁজ ৩৯

এক বাংলাদেশির লাশ উদ্ধার, নিখোঁজ ৩৯

প্রকাশের সময়: মে ১৫, ২০১৯, ৩:০৭ অপরাহ্ণ

নিউজ ডেস্কঃ

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহতদের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩৯ জন বাংলাদেশি। আর জীবিত উদ্ধার হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

দূতাবাস জানিয়েছে, তারা উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তালিকা তৈরি করেছে। এখনও সঠিক তথ্য তারা যাচাই করতে পারেনি।

নিখোঁজদের মধ্যে কমপক্ষে ২২ জন বৃহত্তর সিলেটের বলেও জানান আবদুল মোমেন।

বেঁচে যাওয়া লোকজন তিউনিসিয়ার রেড ক্রিসেন্টকে জানিয়েছে, গত বৃহস্পতিবার গভীর রাতে লিবিয়ার উপকূল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইতালির উদ্দেশে রওয়ানা হন। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়।

উদ্ধার হওয়া কয়েকজন তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি স্লিমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, রাবারের তৈরি ‘ইনফ্লেটেবেল’ নৌকাটি ১০ মিনিটের মধ্যে ডুবে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

3 × two =